Skip to content
এবার ২০৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করল বিএসএফ

এবার ২০৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করল বিএসএফ

Reported By : Masud Rana
১৪ ই জুলাই, শুক্রবার, এবার ২০৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাতে খাশমহল বিওপির 141 নং ব্যাটেলিয়ন এর বিএসএফ জওয়ান রা ধাওয়া করে একটি পাটের জমিতে। সেই সময় পাচরকারি রা ঐ বাগ ফেলে চম্পট দেয়। বিএসএফ ঘটনাস্থল থেকে 12 টি বাগ থেকে 2092 টি ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধার করে 2 টি মোবাইল ফোনে ও। বি এস এফ সূত্রে জানা গেছে ঐ ফেন্সিডিল গুলির বাজার মূল্য 4 লক্ষ 72 হাজার 457 টাকা।

Leave a Reply

error: Content is protected !!