Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ
কোন বাঙালি ফুটবল খেলে না ? সে পুরুষ হোক বা মহিলা। ফুটবল বাঙালির রন্ধ্রে। উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকে প্রথম আয়োজিত হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট। ফুটবলপ্রেমীদের ভিড়ে উপচে পড়ে ময়দান। করণদিঘী ব্লকের বাজারগাও ১ নম্বর পঞ্চায়েতের বেগুয়া হাই স্কুল মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আদিবাসী মিত্র শক্তি স্পোর্টিং পরিচালনায় ও করণদিঘী ব্লকের বাজারগাঁও-১নং গ্রাম পঞ্চায়েত প্ৰধানের ব্যাবস্থাপনা ও সহযোগিতায় দু দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বেওয়া হাইস্কুল ময়দানে। জানা গেছে, প্রবেশ মূল্য ৩০৫১ টাকা। প্রথম পুরস্কার ১৫ হাজার সাথে ট্রফি, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা সাথে ট্রফি। এদিন কোলকাতা, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গার দল খেলায় অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করে পনিহার দল। দ্বিতীয় স্থান অধিকার করে বালিয়ার দল।
চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আফরিন, গোয়ালপাখোর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনুয়ার আলাম, চাকুলিয়া ব্লক সভাপতি শারাফাত হুসেন, বাজারগাঁও-১নং গ্রাম পঞ্চায়েত প্ৰধানের প্রতিনিধি আবদুল মাজেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এদিন। চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আফরিন বলেন, বর্তমান প্রজন্ম অতিরিক্ত কর্মমুখী হয়ে পড়েছে। এই ব্যস্ত জীবন থেকে সামান্য বিরতি নিয়ে আয়োজন করা হয়েছে এই খেলার। খেলাধুলা যেমন মন ভালো রাখে তেমনি স্বাস্থ্যও গঠন করে তাই এ বছরের ন্যায় প্রতি বছর এই ময়দানে খেলার আয়োজন করা হোক। বাজারগাঁও-১নং গ্রাম পঞ্চায়েত প্ৰধান এর প্রতিনিধি আবদুল মাজেদ বলেন, বর্তমানে মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন। ফুটবল খেলার মাধ্যমে মহিলাদের প্রতিভাকে গ্রামবাসী তথা গোটা বাংলার কাছে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে।