Skip to content
এলাকার উন্নয়ন দেখেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যোগদান

এলাকার উন্নয়ন দেখেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যোগদান

Reported By:- Masud Rana

লোকসভা ভোটের আগে আবারো চাপে রাজ্যের বিরোধী রাজনৈতিক সংগঠন। এলাকার উন্নয়ন দেখেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যোগদান। শনিবার সন্ধ্যায় বেশ কয়েকটি রাস্তা এবং সজলধারা থেকে শুরু করে দূর্গা মন্দিরের ওয়াল উদ্বোধনে ধুলাউড়ি অঞ্চলে আসেন সৌমিক হোসেন আর তারপরেই একের পর এক যোগদান , যোগদান করলেন প্রায় পাঁচ শতাধিক অতৃণমূল কর্মী সমর্থক। লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরে ভাঙ্গন , শক্তি বৃদ্ধি তৃণমূলের। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলে বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে বিভিন্ন দল ছেড়ে এরা তৃণমূলে যোগদান করেন। এদের হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক সৌমিক হোসেন , জেলা পরিষদের উপাদক্ষ তজিমুউদ্দিন খান সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থেকে বিরোধী দলনেতা এবং অঞ্চলের তৃণমূল সভাপতি শফিকুল মোল্লা , আসাদুল ইসলাম সহ তৃণমূল নেতৃবৃন্দ। পাঁচ শতাধিক অতৃণমূল কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে জানালেন বিধায়ক সৌমিক হোসেন।

Leave a Reply

error: Content is protected !!