গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের অন্তর্গত শিবপুর বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বল্পমূল্যের ও বিনামূল্যের সামগ্রী দিয়ে " কঠিন সূত্রের সহজ সমাধান, এসো সহজে শিখি বিজ্ঞান " শীর্ষক কর্মশালা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীঙ্কা রায়ের বিশেষ উদ্দ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের শিক্ষক সন্তোষ সেন।
এই কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রীরা, শিক্ষিকাগন সহ বহু অভিভাবকও যোগদান করেন। অসাধারন দক্ষতার সঙ্গে বেলুন, মোমবাতি, থালা, বাটি , গ্লাস, জলের বোতল, ডিমের মতো কিছু সাধারণ উপকরণ দিয়ে হাতে কলমেই নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রশিক্ষক সন্তোষ সেন খুব সুন্দরভাবে ও সহজভাবে পদার্থবিদ্যার জটিল তত্ত্ব যেমন - আলোর গতি, বিচ্ছুরন, বায়ুর চাপ, গতিজাড্য , স্থিতিজাড্য, অভিকর্ষজ ত্বরণ, অপকেন্দ্র-অভিকেন্দ্র বল , শব্দ কম্পাঙ্ক প্রভৃতি মনোগ্রাহী করে উপস্থাপনা করেন।
প্রশিক্ষক সন্তোষ সেন ছাত্রীদের শিখিয়ে দেন অমোঘ বিজ্ঞান মন্ত্র :- " সব কিছুতেই খুঁজবো কারণ
অন্ধভাবে মানবো না ,
বিজ্ঞানকে বইয়ের পাতায়
বন্দী করে রাখবো না " ।
শ্রীঙ্কা রায় ও ছাত্রীরা জানায় , এই কর্মশালার মাধ্যমে তারা এবং বিদ্যালয়ের পঠন পদ্ধতি অনেকটাই সমৃদ্ধ হল । এইরকম কর্মশালার পুনরায় আয়োজন করবার ইচ্ছা প্রকাশ করে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানের আয়োজক সুমন পাল বলেন, " এই ধরণের কর্মসূচি ছাত্রীদের
বিজ্ঞানমনস্ক ভাবনা চিন্তার প্রকাশ ঘটাতে সাহায্য করবে "।