এ এন প্রোডাকশন, রাজীব প্রোডাকশন এর যৌথ উদ্যোগে ইন আর আই এর সহযোগিতায় শারদ সম্মান ২০২২

এ এন প্রোডাকশন, রাজীব প্রোডাকশন এর যৌথ উদ্যোগে ইন আর আই এর সহযোগিতায় শারদ সম্মান ২০২২

Reported By: News Desk

এ বছর ১ লা অক্টোবর দুর্গাপুজোর প্রথম দিনেই পুজোর আনন্দ বহুগুণ বেড়ে গেল প্রফুল্ল কানন বালক বৃন্দ ইস্ট, বিবেকানন্দ সার্বজনীন, ইয়াং মেনস স্পোর্টিং অ্যাসোসিয়েশন, শ্যামপুকুর সংঘ তীর্থ দুর্গোৎসব সমিতি সহ আরো পনেরোটি ক্লাবের।

 

তাদের প্রদান করা হল এ এন প্রোডাকশন, রাজীব প্রোডাকশন এর যৌথ উদ্যোগে ইন আর আই এর সহযোগিতায় শারদ সম্মান ২০২২।

এই পুরস্কার প্রদান করলেন রাজস্থানের রাজীব গোলচা। সঙ্গে ছিলেন স্বস্তিকা রায়, দেবারতি ঘোষ এবং প্রণয় গুপ্তা।

 

Leave a Reply

error: Content is protected !!