নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা শাখার জেলা বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুরের এ বি পি টি এ জেলা অফিস হলে। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির কোষাধক্ষ্য কৃষ্ণেন্দু রায় চৌধুরী, তরুণ দাস, জেলা সম্পাদক নবেন্দু সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মেধা অন্বেষণে প্রাপ্ত স্থানাধি-কারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। নেতৃবৃন্দ এদিন সাধারণ সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্য ও সদস্যাবৃন্দ। নাচ ,গান , আলোচনা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মুখরিত হয়ে ওঠে।