ঐক্য ও ভ্রাতৃত্বের সুরে “সমবন” আয়োজন

ঐক্য ও ভ্রাতৃত্বের সুরে “সমবন” আয়োজন

Reported By:- Mahatab Chowdhury

১৪ই আগস্ট ২০২৫ তারিখে সল্টলেকের “দা বারান্দা ক্যাফে” তে “সৃষ্টি ডান্স একাডেমির” উদ্যোগে “সমবন” শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাখি বন্ধন উপলক্ষে এই অনুষ্ঠানটি সকলের মাঝে ভ্রাতৃত্ব এবং ঐক্যের অনুভূতি জাগিয়ে তুলতে পরিচালিত হয়।সৃষ্টি ডান্স একাডেমীর কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী অনুষ্ঠানে বলেন, “জাতি, ধর্ম কিংবা বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধন গড়াই হলো শ্রেষ্ঠ বন্ধন।” তিনি তাঁর একাডেমির শিক্ষার্থীদের মানবতাবাদের পাঠ দিতে সদা সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন।এই হৃদয়গ্রাহী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ও তালবাদ্য শিল্পী মোল্লার ঘোষ এবং তাঁর স্ত্রী মল্লিকা ঘোষ। তাঁদের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানের আবহকে আরও মধুর করে তোলে এবং ভ্রাতৃত্বের অনুভূতি বৃদ্ধি করে।”সমবন” অনুষ্ঠানটি প্রমাণ করেছে যে, আগামী দিনে সকল সম্পর্ক মিষ্টি বন্ধনের মধ্যে আবদ্ধ থাকবে এবং মানবতার জয়গান গাওয়া হবে। সৃজনশীলতার সাথে ঐক্যের বার্তা পৌঁছে দিতে “সৃষ্টি ডান্স একাডেমি” একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।

Leave a Reply

error: Content is protected !!