Skip to content
ঐতিহ্যবাহী এই পুজো রক্ষায় এগিয়ে এসেছে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা

ঐতিহ্যবাহী এই পুজো রক্ষায় এগিয়ে এসেছে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা

News desk

 

কোলকাতা (২৯ অক্টোবর ‘২৪): ‘ধনতেরস’ বা ‘ধন্বন্তরি জয়ন্তী’-র পবিত্র তিথি উপলক্ষে আজ উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ‘কোলকাতা পৌরনিগম’-এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ‘ফাটাকেষ্টর কালীপুজো’ নামে পরিচিত ‘নব যুবক সংঘ’-এর মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তি উন্মোচন করা হলো।

উদ্বোধনী মঞ্চে ‘নব যুবক সংঘ’-এর পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বছরের মাতৃপুজোর উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে, উপস্থিত অন্যান্য অতিথিদের সাথে মিলিত হয়ে তিনি মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তির উন্মোচন করেন। অনুষ্ঠানটি সার্থক করতে পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী তথা ‘কোলকাতা পৌরনিগম’-এর মহানাগরিক ফিরহাদ হাকিমও মাতৃমণ্ডপ ও মাতৃমূর্তির দর্শন করেন।

‘নব যুবক সংঘ’-এর অন্যতম পথপ্রদর্শক তথা পৃষ্ঠপোষক প্রবন্ধ রায় (ফান্টা) সংবাদমাধ্যমকে জানান, “এই বছর ৬৭ বর্ষে পদার্পণ করল ‘ফাটাকেষ্ট খ্যাত কালীপুজো’। ফাটাকেষ্টর মৃত্যুর পর থেকে এই পুজোর আয়োজন করছে ‘নব যুবক সংঘ’।”

এটি কলকাতার একটি ঐতিহ্যবাহী উৎসব, যা স্থানীয় জনগণের মধ্যে ভক্তি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

 

Leave a Reply

error: Content is protected !!