মুর্শিদাবাদের হরিহরপাড়ার নতুন স্বরুপপুর জন সেবক ক্লাবের উদ্যোগে গত বৃহস্পতিবার ভৈরব নদীতে অনুষ্ঠিত হলো ২০ তম ডিঙ্গা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৬ টি স্থানীয় দল, যা এলাকাবাসীদের বিনোদনের একটি অনন্য সুযোগ সৃষ্টি করে।
ক্লাবের সদস্যরা জানান, এলাকার ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই বলে তাদের এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জলোচ্ছ্বাসের সময় নদীর জল কমার ফলে এ ধরনের ইভেন্ট স্থানীয় জনগণের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করে।
প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে সাইকেল পুরস্কার হিসেবে তুলে দেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে জমেছিল এলাকার হাজারো মানুষ।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোক সভার সাংসদ আবু তাহের খান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আহাতাব উদ্দিন শেখ, স্বরুপপুর পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুন এবং ক্লাব সভাপতি মোমিনুল হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
ডিঙ্গা বাইচ প্রতিযোগিতার সাথে সাথে এলাকার মানুষদের জন্য আয়োজিত হয়েছিল একটি অস্থায়ী মেলা, যা স্থানীয় সংস্কৃতির ঐতিহ্যকে আরো গাঢ় করেছে। এভাবে এলাকার জনগণের মধ্যে ঐতিহ্য বজায় রাখার এই উদ্যোগটি প্রশংসনীয় বলে অভিহিত হচ্ছে।