Reported By :- অভিজিৎ হাজরা , হাওড়া
আশ্বিন মাসের প্রথম দশক জুড়ে সারা দেশে দুর্গোৎসবের উৎসবের পর, কালী পূজা উপলক্ষে গ্রামীণ হাওড়ার উদং গ্রামের কাজীপাড়ায় ভক্তদের ঢল নামতে দেখা যায়। এই উৎসবের মূল হোতা সনৎ ভুঁইয়ার কথায়, “আমাদের পূর্ব পুরুষরা দেড়শত বছর আগে এখানে বসতি স্থাপন করেন।” ১৯৮৬ সালে তার মায়ের আকুল প্রার্থনার ফলে কালী পূজা শুরু হয়। বর্তমানে এই পূজা শুধুমাত্র পারিবারিক নয়, বরং আশপাশের গ্রামের ভক্তরাও এখানে এসে পূজা করেন।
উদং গ্রামের কালী পূজা বর্তমানে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার ভক্ত উপস্থিত হন। পূজা উপলক্ষে প্রসাদ গ্রহণের জন্য ৭ হাজারেরও বেশি ভক্ত সমাবেশ ঘটে। সনৎ ভুঁইয়ার ভাই সুব্রত ভুঁইয়া জানান, “রাত ১২ টার দিকে এখানে এলে ‘মা’ চলাচলের শব্দ শোনা যায়।”
এছাড়া, বৌমা তৃষা ভুঁইয়া বলেন, “মা আমাদের এবং গ্রামবাসীদের সমস্যার সমাধান করেন।” এই পূজা শুধু এক আধ্যাত্মিক অনুষ্ঠান নয়, বরং এক সামাজিক অনুষ্ঠান হিসেবেও স্থানীয় মানুষের জীবনে বিরাট ভূমিকা পালন করছে।
প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে পূজা মন্ডপ ও উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। উৎসবের এই আবহে মানুষজন মা কালীর কাছে প্রার্থনা করতে আসেন এবং সকলের মধ্যে এক অদ্ভুত সংহতি সৃষ্টি হয়। কালী পূজার এ আনন্দ ও আবেগ স্থানীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।