বাংলায় চলছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ। চাতকের মতো সকলে তাকিয়ে আকাশের দিকে। ‘মোকা’ আসেনি। যদি কালবৈশাখী আসে। বর্তমান সময়ে আঠারোটি কালবৈশাখীর পরিবর্তে একটিও হয় কিনা সন্দেহ রয়েছে। ফলে সামান্য ঠান্ডা আবহাওয়ার স্বাদ নিতে সাধারণ মানুষের ভরসা সিমলা, দার্জিলিং, গ্যাংটক। সেলিব্রিটিদের অনেকেই পাড়ি দিচ্ছেন ইউরোপ। রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) ঘুরতে গিয়েছেন বসনিয়ায়। ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ছুটি কাটাতে গিয়েছেন আইসল্যান্ডে। সঙ্গী অবশ্যই দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আইসল্যান্ড পৌঁছেই ছবি শেয়ার করছেন এই জুটি। এর মধ্যেই ঐন্দ্রিলা শেয়ার করেছেন ওই অঞ্চলের ব্লু লাগুনের ছবি।