Reported By:- News Desk
ঐন্দ্রিলা-র স্মৃতি উদ্দেশ্যে বৃক্ষরোপন ও কম্বল বিতরণ| সকালে বৃক্ষরোপন মেডিক্যাল কলেজে ও নার্সিং স্কুলে মোট 10 টি গাছ লাগানো হয় । তার পর দুপুর 12.30 এ মেডিক্যাল কলেজে 100 কম্বল বিতরণ করা হয়। তার পর 300 জন মানুষ কে দুপুরের মধ্যাহ্ন ভোজন করানো হয় ।শেষে পথ কুকুর দের খাবারও বিতরণ করা হয় । এই ভাবেই ঐন্দ্রিলা র একবছর পালন করা হয় । প্রচেষ্টা ফাউন্ডেশন এর সঙ্গে এ ভাবেই ঐন্দ্রিলার মা ও বাবা দিনটি পালন করেন ।