News ঐন্দ্রিলা শর্মা এবং সৌভিক হাজরার স্মৃতিতে প্রচেষ্টা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি November 27, 2022November 27, 2022 39botenten Reported By : News Desk ২৭ শে নভেম্বর, রবিবার, মুর্শিদাবাদ জেলার ঘরের মেয়ে বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার স্মৃতিতে আজ প্রচেষ্টা ফাউন্ডেশনের উদ্যোগে সকাল বেলায় রবীন্দ্রসদনের সামনে একটি বৃক্ষরোপন অনুষ্ঠান করা হয়। এর পাশাপাশি বীর সৌভিক হাজরার স্মৃতিতে গোড়াবাজার নিমতলায় আরেকটি বৃক্ষরোপন কর্মসূচি করা হয়। যিনি তুষার চাপা পড়ে মারা যান ওই একই দিনে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইমিং অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কমল ছেত্রি মহাশয় ও মুর্তজা হোসেন মহাশয়। Share Facebook Twitter Pinterest Linkedin