Reported by : News Desk
ওম স্বস্তি ফিল্মস এর ১৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়। এই অনুষ্ঠানে কেক কেটে শুভ সূচনা করা হয় ।ও এস এফ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার ও বাৎসরিক বুলেটিন প্রকাশ করা হয় । এই মঞ্চ থেকেই বিশিষ্টজনদের সম্মান জ্ঞাপন করা হয় এবং যারা ক্যালেন্ডার শুটে অংশগ্রহণ করেছিল তাদেরকেও সম্মান জ্ঞাপন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার আদিত্য দাস ও চলচ্চিত্র পরিচালক সুদীপ নাগ, অমিত মুখার্জি, নির্মাল্য বিশ্বাস, মানিক সিংহ, ড: পূজা মৈত্র।এছাড়াও উপস্থিত ছিলেন ও সোহম দত্ত বনিক ,অভিষেক দত্ত , সুদীপ্ত দেবনাথ ,সায়নী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কলাকুশলীরা।