Reported By:-Masud Rana
YouTube Link:-https://youtu.be/k4wI_jsr4EE
ডোমকলের পর এবার চিন্তন শিবির অনুষ্ঠিত হল জলঙ্গীতে। জাতীয় কংগ্রেস কে দৃঢ় করার লক্ষে চিন্তন শিবির অনুষ্ঠিত হয়। জলঙ্গী ব্লক কংগ্রেসের ডাকে বুধবার বিডিও অফিসের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় চিন্তন শিবির। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র মহাফুজ আলম ডালিম, রানীনগরের প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম, জলঙ্গী ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা সহ কংগ্রেস নেতৃত্বরা। সভামঞ্চ থেকে প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র মহাফুজ আলম ডালিম বলেন, ধর্মের কল বাতাসে নড়ে সেইরকম ভাবেই শ্রীলঙ্কা হতে চলেছে এই ভারতবর্ষ। কংগ্রেস পারা বাঁচাতে। প্রাক্তন বিধায়িকা ফিরোজা বেগম জানান, পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কে কিভাবে চাঙ্গা করা যায় তারিই জন্য আজকের চিন্তন শিবির।