আজ মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলে মুর্শিদাবাদের কংগ্রেসের নবনির্বাচিত জেলা পরিষদের প্রার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং আগামী দিন কংগ্রেসের চলার পক্ষে কি ভূমিকা? সে বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী আজ জেলা পরিষদে কংগ্রেসকে বিরোধীদলের দলনেতা করার পক্ষে তিনি বলেন বিরোধীদলের মর্যাদা নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। তিনি বলেন পশ্চিমবঙ্গে এই সরকারের বিরোধী থাক আর সরকারি থাক কোথাও কোন মূল্য নাই। তিনি আরো বলেন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা হারিনি আমাদেরকে সন্ত্রাস করে প্রশাসনিক ভাবে লুটতরাজ করে হারানো হয়েছে জনগণ আমাদের জিতিয়েছেন।