Reported By : Binay Roy
৮ ই সেপ্টেম্বর, শুক্রবার, বহরমপুরে কংগ্রেসের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মিছিল আটকালো পুলিশ। শুক্রবার দুপুরে বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় ভাগীরথী মিল্ক ইউনিয়নে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বহরমপুর সাংসদ তথা বিরোধী দলনেতা অধীর চৌধুরী নির্দেশে ডেপুটেশন দিতে যাচ্ছিল দুগ্ধ চাষী সহ কংগ্রেস নেতৃত্বরা। সেই সময় অধীর চৌধুরীর মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। তারপর কংগ্রেস নেতৃত্ব সহ অধীর চৌধুরী ভাগীরথী মিল্ক ইউনিয়ন গেটের সামনে এসে উপস্থিত হয় কংগ্রেসের মিছিল। প্রশাসনের নির্দেশ মেনে কংগ্রেসের পাঁচ জন প্রতিনিধি ডেপুটেশন জমা দিতে যায়।