Skip to content
কংগ্রেসে ভাঙন-শাসক দলে বিশাল কর্মী যোগদান

কংগ্রেসে ভাঙন-শাসক দলে বিশাল কর্মী যোগদান

Reported By :- Binoy Roy

আজ 23 সে মার্চ 2025 রবিবার, বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রায় ৬০০ জন কর্মী শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান করেছেন। ভগবানগোলা-১ ব্লক ও সামসেরগঞ্জ ব্লকের নেতৃত্বসহ আইএসএফের প্রার্থী মসিদুল আলমও এই দলে যোগদান করেন। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন।

 

যোগদানকারী নেতারা জানান, তৃণমূলের বর্তমান অবস্থা নিয়ে তারা অসন্তুষ্ট। তারা বলেন, “তৃণমূল বলতে এখন মানুষ বোঝে কাটমানি, দুর্নীতি আর স্বজনপোষণ।” এই অবস্থায় নিজেদের রাজনৈতিক আদর্শ রক্ষার জন্য তারা কংগ্রেসে যোগ দিয়েছেন।

 

এছাড়া, সামসেরগঞ্জ থেকে তাসিরউদ্দিন আহমেদ, যিনি তৃণমূলের জেলা সহ-সভাপতি ছিলেন এবং ফেরদৌস শেখ, যিনি যুব তৃণমূলের সভাপতি ছিলেন, তারা সবাই কংগ্রেসে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে সামসেরগঞ্জের সিপিএম নেতা গোল মহম্মদ শেখও এই দলে যোগ দিয়ে শাসক দলের বিরুদ্ধে একাত্মতার ডাক দেন।

 

এই ঘটনা কেবলমাত্র একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং আগামী নির্বাচনে কংগ্রেসের শক্তি বৃদ্ধি ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে এসেছে।

 

Leave a Reply

error: Content is protected !!