Reported By : Masud Rana
৩১ শে আগস্ট, বৃহস্পতিবার, কংগ্রেস কর্মীর দোকান ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। মু্র্শিদাবাদের রানীনগর থানার কেএমপাড়া এলাকার ঘটনা। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে লোহার রড,বাঁশ দিয়ে দোকান ঘরে ভাংচুর চালায় বলে অভিযোগ করেন ওই দোকানের মালিক ময়না বিবি। ভাংচুরের পাশাপাশি দোকানের জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ প্রসাশন। স্থানীয় সূত্রে জানা যায়,ময়না বিবির স্বামী সাদিকুল ইসলাম কাজের সূত্রে বাইরে আছে। সেইজন্য ময়না বিবি পেট চালানোর তাগিদে একই চা ও মুদিখানার ব্যবসা করতো। সেই দোকানে জোটের কর্মী সমর্থকরা ওঠাবসা করে। বুধবার সন্ধ্যায় হঠাৎ কিছু তৃণমূল কর্মী লাঠি, লোহার রড নিয়ে ওই দোকানে ভাংচুর চালায় বলে অভিযোগ। শুধুমাত্র কংগ্রেস করার জন্য দোকানে ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন ময়না বিবি। এই বিষয়ে কালীনগর-২ জোটের পঞ্চায়েত প্রধান মান্নাফ হোসেন বলেন,যেদিনই সৌমিক হোসেন রানীনগরে আসে সেদিন তৃণমূল বিরোধীদের ওপর হামলা চালায়। সৌভিক হোসেন রানিনগরে এসে তৃণমূলের বাহিনীদের ঝামেলা পাকানোর জন্য উস্কানি দেয়। শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে এখানকার বিধায়ক। বিধায়ক যেদিন রানিনগরে আসছেন সেদিনই জোট কর্মীদের ওপর হামলা হচ্ছে। এটা হতে দেব না বলেও তিনি দাবি করেন। যদিও এই বিষয়ে ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ওয়াসেফ আলী দাবি করেন,এই অভিযোগ ভিত্তিহীন। এর সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত নয়। ওটা জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়িত নয়। প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এই দাবি রাখছি।