Reported By : Binay Roy
৯ ই নভেম্বর, বুধবার, মুর্শিদাবাদ জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে বহরমপুর শহরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অথচ প্রশাসন বা পুরসভা কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। আর এই দাবি তুলে বুধবার সিএমওএইচ কে স্মারকলিপি প্রদান করা হয় যুব কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে। এদিন তারা স্মারকলিপি দিতে এসে বিক্ষোভ করেন বলে জানা যায়। কংগ্রেসের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে শুধু মুখে প্রচার করা হচ্ছে। কিন্তু কোনো কাজ করা হচ্ছে না। দুপুর গড়িয়ে গেলেও রাস্তার ময়লা ফেলা হয় না। ডেঙ্গু নিয়ে উদাসীনতা দেখা যাচ্ছে পুরসভা ও প্রশাসনের তরফে। তাদের বক্তব্য, কংগ্রেস কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরপরেও প্রশাসন ডেঙ্গু প্রতিরোধ করতে উদ্যোগ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান।