REPORTED BY:- BINOY ROY
বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার ১০ নং ১১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষ ও জিতেন সাহাকে সঙ্গে করে বাদ্যযন্ত্র সহযোগে ভোট প্রচার করলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বাবু জানিয়েছেন, স্কুল বেসরকারি করন হলে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিবারের ছেলে মেয়েদের পড়ার খরচ চালানো মুসকিল হবে। কারন বেসরকারি পুজি তখনই বিনিয়োগ হয় যখন সেখানে লাভের পরিমাণ বেশি থাকে। সরকারি স্কুল মানে লাভ নয়, সেখানে সেবার বিষয় থাকে। আর বেসরকারি স্কুল মানে, সেখানে সেবা নয় লাভের প্রশ্ন থাকে। স্বাভাবিক ভাবেই সাধারণ পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ অস্বাভাবিক হয়ে যাবে সেটা চিন্তার বিষয়। তবে খসড়া এখনো আমাদের কাছে আসেনি। যখন আসবে তখন আমরা এর প্রতিবাদ জানাবো এবং আন্দোলনে নামব।