অল ইন্ডিয়া পোস্টম্যান এমপ্লয়ীজ ইউনিয়নের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন সকাল ১১ টায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে শুরু হয় অনুষ্ঠানটি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন ভাগ হওয়ার পর এই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো সংগঠনটির। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়েজ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সুভাষ চক্রবর্তী, কেন্দ্রীয় নেতৃত্ব তপন ভৌমিক, সার্কেল লিডার নজরুল ইসলাম, সার্কেল সেক্রেটারি,অধীর দাস প্রমুখ। সংগঠন নেতৃত্ব অধীর দাস জানান কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির ফলে ডাক বিভাগের কর্মীদের কাজে প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে। সেই সকল ভ্রান্ত কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিজেদের পেশাগত দাবি পূরণের লক্ষ্যে একজোট হওয়ায় এই সম্মেলনের মূল লক্ষ্য।