Skip to content
কান্দি থানার পুলিশ নাকা চেকিংয়ে উদ্ধার করলো ১৬ বস্তা ফেনসিডিল

কান্দি থানার পুলিশ নাকা চেকিংয়ে উদ্ধার করলো ১৬ বস্তা ফেনসিডিল

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ শুক্রবার গভীর রাতে একটি সফল অভিযানে ১৬ বস্তা নিষিদ্ধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশ জানায়, কল্যাণপুর এলাকায় বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের ওপর নাকা চেকিং চলাকালীন গোপন সূত্রের মাধ্যমে খবর আসে যে ঝাড়খণ্ড থেকে ফেনসিডিল পাচার করা হচ্ছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মোট সংখ্যা ৩২০০ বোতল। পুলিশ জানিয়েছে যে আটককৃতদের মধ্যে সাবির আহমেদ, সাহেব হক, মর্তুজা আলম এবং হিমাংশু মন্ডল রয়েছেন, যারা বিভিন্ন স্থান থেকে এই নিষিদ্ধ দ্রব্য নিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে এনডিপিএস (নেশা দ্রব্য ও মননশক্তি উন্নয়ন আইন) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফেনসিডিল একটি ছোট ম্যাজিক গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল। নাকা চেকিংয়ের সময় পুলিশ তাদের আটক করে এবং পরে গ্রেফতার করে। এই ঘটনায় জড়িত দুটি চার চাকা গাড়ি আটক করা হয়েছে। ধৃতদের শনিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ বলছে, সমাজে মাদক দ্রব্যের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!