Reported By Mahatab Chowdhury
কলকাতা (৯ জানুয়ারী '২৫): আজ 'কফি হাউস প্রেমী দিবস'-এ, সুরসম্রাট সলিল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে 'ইণ্ডিয়ান কফি হাউস'-এর বর্তমান চালিকাশক্তি 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন' এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করে। এদিনের এই ১২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়, বিখ্যাত গায়ক মান্না দে-র গানের সুরকার সুপর্ণকান্তি ঘোষ, রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, ফুটবলার মৃদুল ব্যানার্জি সহ অনেকেই।
শিবিরের সম্পাদক অচিন্ত্য লাহা জানান, "২০০১ সালের আগে কলেজ স্ট্রিটের কফি হাউস ছিল কেবল আড্ডার স্থান। তবে ২০০১ থেকে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করতে শুরু করেছি। এবার রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করে আমাদের এই উদ্যোগ আরো বিশেষত্ব পেয়েছে।"
এই শিবিরের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সলিল চৌধুরীর কৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 'কফি হাউস'-এর পরিবেশ ছিল প্রাণবন্ত, যেখানে উপস্থিত ছিলেন নানা পেশার মানুষ। এই অনুষ্ঠানটি শুধু রক্তদানের জন্যই নয়, বরং মানবতার জন্য এক উৎসব হিসেবেও চিহ্নিত হলো।