কবিতা – মনোতোষ আচার্য – G Tv { Go Fast Go Together)
কবিতা – মনোতোষ আচার্য

কবিতা – মনোতোষ আচার্য

আনন্দের পুষ্পবনে

পৃথিবী আত্মগত বোধির বোধনে নৃত্যরত

নিজেকে হারাই বারবার জ্যোৎস্নাভেজা সোঁদা রাস্তায়

 

মাঝে মাঝে জ্বলে ওঠা দীপের আলোয় দেখি চরাচর

যাপন জারণে দীর্ণ খণ্ড খণ্ড কাল

মিশে যায় মহাস্রোতে ... ক্ষুদ্রতা তুচ্ছতার

স্খলিত জীবন যবনিকা

থেমে আছে পঞ্চভূতে যে বাঁশির আধ-বাজা সুর

যে বাতির অর্ধ-জ্বলন

 

স্তিমিত গতির কাছে না বলা বানীর উপচার  

প্রকাশ বাসনা যত শব্দ-ধ্বনি সুষমার দুর্মর আশায়

থরে থরে সাজাই আর আনমনে গেয়ে উঠি গান

মর সংসার ধূলিময়... জঞ্জালের স্তুপ

 

 এরই মাঝে আনন্দের পুষ্পবনে শান্তি আবাহন

নিজেকে খোঁজার ছলে করি লুকোচুরি ...

Leave a Reply

Translate »
Call Now Button