কবিতা -স্বপন বন্দ্যোপাধ্যায় – G Tv { Go Fast Go Together)
কবিতা -স্বপন বন্দ্যোপাধ্যায়

কবিতা -স্বপন বন্দ্যোপাধ্যায়

গ্রামদেশে

তুলেছি শালপাতা

গেঁথেছি কাঠি দিয়ে

হয়েছে গােল থালা

এবার ভাত বাড়াে

একটু ঝােল দাও

সবজি টক-ঝাল

আহা কি তৃপ্তি!

 

এসেছি গ্রামদেশে

তীব্র ডুবে আছি

সবুজে শ্যামলায়...

 

নগর দূরে থাক

সেখানে সংঘাত

এখানে বেশ আছি

রয়েছে ব্যাপ্তি...

 

যে পারাে চলে এসাে

উঠোনে লাউমাচা

পাখির ডাকাডাকি

খড়ের ছাউনিতে

মাটির ঘরখানি....

Leave a Reply

Translate »
Call Now Button