Reported By Masud rana
ডোমকলের প্রশাসন কে নিয়ে ব্যবসায়ী সমিতি ডোমকল বাজারের সমস্ত এলাকা ঘুরে কভিদ বিধির সচেতনতা প্রচার করেন এবং প্রশাসনকে নিয়ে সমস্ত মানুষের মুখে মাক্স পরিয়ে দেন এবং আতঙ্ক না ছড়িয়ে যাতে সচেতন থাকে তার পরামর্শ গোটা এলাকায় প্রচার অভিযানের মাধ্যমে চালান আজকে এই মুহূর্তে এই অভিযান ডোমকলে চলল।