ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী) পলিট ব্যুরো এর প্রাক্তন সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল ৮ আগস্ট প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে সারা রাজ্য জুড়ে শোক মিছিল ও সভার আয়োজন করেছে সিপিআই (এম) পার্টি। একইভাবে নবগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে এদিন শোক মিছিল অনুষ্ঠিত হলো নবগ্রামে। শোক মিছিল নবগ্রাম পার্টি অফিস থেকে শুরু হয়ে ব্লক মোড় ,থানা মোড় ও বাস স্ট্যান্ড মোড় পরিক্রমা করে শেষ হয় পার্টি অফিসে ।সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক হাবিবুর রহমান, পার্টি নেতা সঞ্জীব পান্ডে প্রমুখ। তার আগে এক মিনিট নীরবতা পালন ও তাঁর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির জেলা সম্পাদকমন্ডলী সদস্য মুকুল মন্ডল সহ এরিয়া কমিটির সদস্য ,পার্টির নেতা, কর্মী ও সমর্থক বৃন্দ।