Skip to content
কমরেড মুজফ্ফর হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

কমরেড মুজফ্ফর হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

Comrade Mujaffar Hossen’s Memorial Service Conducted.

Reported By Tushar Kanti Khan

a group of people sitting in chairs
a man standing at a podium speaking into a microphone
a man standing at a podium with a group of people sitting around him

বৃহস্পতিবার, ১ মার্চ, নবগ্রামের সুভাষ ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর প্রাক্তন সদস্য এবং নবগ্রামের জননেতা কমরেড মুজফ্ফর হোসেনকে শ্রদ্ধায় স্মরণ করা হয়। গত ৩রা জানুয়ারি প্রয়াত হওয়ার পর এই প্রথমবারের মতো একত্রিত হয়েছেন দলীয় কর্মী ও নেতৃবৃন্দ।

স্মরণসভায় সম্মেলনের সভাপতিত্ব করেন মুকুল মন্ডল। জেলা সম্পাদক জামির মোল্লা, তুষার দে সহ অন্যান্য নেতাগণ কমরেড মুজফ্ফর হোসেনের জীবন ও কৃতিত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন জ্যোতিরূপ ব্যানার্জি, দিব্য শংকর শুক্ল, সৈয়দ নুরুল হাসান, রজব আলী মল্লিক, ভরত ঘোষ, পল্টন হাঁসদা, বিপরীতে রাষ্ট্রীয় সমাজবাদী পার্টির সুকুমার দাস এবং লোকশিল্পী সংঘের মনিরুল ইসলাম।

স্মরণসভায় কমরেড হোসেনের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান সকলের সাথে উপস্থিত থাকা তাঁর ভাই মুরশেদ হোসেন। স্থানীয় জনগণের মধ্যে কমরেড হোসেনের অসামান্য অবদান এবং তাদের প্রতি তাঁর ভালোবাসার কথা শেয়ার করেন বক্তারা।

এই স্মরণসভাটি জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!