Skip to content
ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকতার প্রতি উৎসর্গ

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকতার প্রতি উৎসর্গ

Reported By News Desk

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব গতকাল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে নিজেদের ৪৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠানটি আয়োজন করেছে, যা এক বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত। অনুষ্ঠানের সূচনা ঘটে রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

অনুষ্ঠানের শুরুতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই বছরের অনুষ্ঠানে কলকাতা, যাদবপুর, বর্ধমান, রবীন্দ্র ভারতী এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা বিভাগের শীর্ষস্থানাধিকারীদের স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও, এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ক্লাব সদস্যদের সন্তান ও নাতি-নাতনিদের সংবর্ধনা প্রদান করা হয়। মধ্যবিত্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপককে স্মৃতি পুরস্কার দেওয়া হয়।

বিশেষ অতিথির ভাষণে স্বামী আত্মবোধানন্দ মহারাজ বলেন, "সাংবাদিকতার ছাত্রছাত্রীদের এই স্মৃতি পুরস্কার তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।"

অনুষ্ঠানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক ইমন কল্যাণ সেন।

শেষ পর্বে শিল্পী মনোময় ভট্টাচার্য্য সঙ্গীত পরিবেশন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিনী লাহা। উপস্থিত ছিলেন ক্লাবের দুই সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডলসহ অন্যান্ন সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!