করণদিঘির কিষাণ মান্ডি মাঠে আতশবাজি, লেজার শো এর বর্ণাঢ্য একটি অনুষ্ঠান

করণদিঘির কিষাণ মান্ডি মাঠে আতশবাজি, লেজার শো এর বর্ণাঢ্য একটি অনুষ্ঠান

Reported By : মোহাম্মদ জাকারিয়া ২৭ শে নভেম্বর, সোমবার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং করণদীঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল উদ্যোগে ও করণদীঘি বিপ্লবী ক্লাবে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লেজার শো, আতশবাজি প্রদর্শন, ভজন এবং রাবন বধ। করণদিঘির কিষাণ মান্ডি মাঠে কালী পূজা ও ছট পূজা উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

করণদিঘীর বিধায়ক গৌতম পাল বলেন, দশেরার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হলো। এবার থেকে উন্নয়নের কাজে যুক্ত হতে হবে। পানীয় জল থেকে রাস্তা সকল উন্নয়ণে এগিয়ে আসা হবে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, সহ আরো অনেকেঅনেকে ।

Leave a Reply

error: Content is protected !!