করণদিঘি থানার আলতাপুর ১ গ্রাম পঞ্চায়েতের বামবোল গ্রামে বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম বসন্ত ওরাও (২৬)। স্থানীয় বাসিন্দারা জানান, মৃতদেহটি আখের জমির পাশ থেকে উদ্ধার হয় এবং ঘটনাটি তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা রঞ্জিত ওরাও জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বসন্ত ওরাও সুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। তবে বুধবার সকালে তার মৃতদেহ আখের জমির মধ্যে জল ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর জানানো হয় পুলিসে, এবং ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিস। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তবে, এই মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিস সূত্রে জানানো হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।