করণদিঘীর দোমোহনা আল হাবীব অ্যাকাডেমির ১৩তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার

করণদিঘীর দোমোহনা আল হাবীব অ্যাকাডেমির ১৩তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা আল হাবীব অ্যাকাডেমির ১৩তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। জানা গেছে প্রতিবছরের মতো এ বছরও করণদিঘী ব্লকের দোমোহনা আল হাবীব অ্যাকাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোমোহনা আল হাবীব অ্যাকাডেমির প্রথম শিক্ষক মোহাম্মদ জাইদুর রহমান জানান ছাত্র ছাত্রীরা সারা বছর পড়াশোনা করে, তাদের মেধা তুলে ধরার জন্য এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নাচ, গান, নাটক, ইংরেজি বক্তব্য, কবিতা আবৃতি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দোমোহনা আল হাবীব অ্যাকাডেমির প্রথম শিক্ষক মোহাম্মদ জাইদুর রহমান, অ্যাকাডেমির সম্পাদক মুনিরুজ্জামান, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, বুড়িহান আল হুদা ব্রাইট মিশনের প্রিন্সিপাল শামিম আকতার, করণদিঘী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুখতার আলাম সহ আরও অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!