জানা গেছে প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে শেষ হয় চার দিনব্যাপী উৎসব। ছট মহাপর্ব সূর্য পূজার সবচেয়ে বড় উৎসব। পিয়াজগাঁও গ্রামের পঞ্চায়েত সদস্য মংলা সাদা জানান প্রতিবছরের মতো এই বছরেও দোমোহনা পঞ্চায়েতের পিয়াজগাঁও চটমহল পুকুরে শান্তিপূর্ণ ভাবে ছট পুজো পালন করা হয়। স্থানীয় বাসিন্দা গনেশ সাদা জানান দীর্ঘ প্রায় ৫০ থেকে ৬০ বছর ধরে এই জায়গাতে ছট পুজো হয়ে আসছে, প্রতি বছরই প্রচুর মানুষের ভিড় জমে, এই ছট পাবনে প্রতি বছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণভাবে ছট পুজো সম্পূর্ণ হয়েছে।