Skip to content
করণদিঘীর পৌটি হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মেহবুব আলাম সাহেবের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো

করণদিঘীর পৌটি হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মেহবুব আলাম সাহেবের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের পৌটি হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মেহবুব আলাম সাহেবের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে স্কুলের মঞ্চ সুন্দর করে সাজানাে হয়। রবীন্দ্র সঙ্গীত ও সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পৌটি হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি সহ অন্যান্যরা তাদের বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষক এর স্মৃতিচারণ করেন। বিদায়ী শিক্ষক মোহাম্মদ মেহবুব আলাম সাহেবের জন্য তাঁর উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শােনানো হয়। বিদায়ী শিক্ষক মোহাম্মদ মেহবুব আলাম সাহেব তাঁর বক্তব্য মাধ্যমে স্মৃতিচারণ করেন। এ সময় এক আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়। ২২ আগাস্ট ১৯৯৭ থেকে ৩১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সুদীর্ঘ প্রায় ২৬ বছর ৫ মাস ১০ ধরে শিক্ষকতা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌটি হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ কুমার মজুমদার, পৌটি হাই স্কুলের সভাপতি সেলিম আনজার সহ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা অতিথিগণ এবং স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীগণ।

Leave a Reply

error: Content is protected !!