করণদিঘীর বিহীনগরে কৃষকদের ধান ন্যায্য মূল্যে কেনার জন্য সি.এস.পির উদ্বোধন

করণদিঘীর বিহীনগরে কৃষকদের ধান ন্যায্য মূল্যে কেনার জন্য সি.এস.পির উদ্বোধন

Reported By : মোহাম্মদ জাকারিয়া
৬ ই নভেম্বর, সোমবার, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের আলতাপুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিহীনগরে কৃষকদের ধান ন্যায্য মূল্যে কেনার জন্য সি.এস.পির উদ্বোধন হয় সোমবার। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। তাছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘী ব্লকের জয়েন্ট বিডিও, করণদিঘী থানার মেজোবাবু, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, সহ আরও অনেকেই।

এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, কৃষকেরা যাতে তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পান তাই জন্যই সি.এস.পির উদ্বোধন করা হয়েছে। অনলাইনে আবেদন করলে কৃষকদের বাড়ি থেকে ধান কিনে আনা হবে। অনলাইন প্রতারণার শিকার হবেন না কৃষকেরা বরং তারা লাভবান হবেন এমনটাই বলেন পম্পা পাল।

Leave a Reply

error: Content is protected !!