উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কান্তিরপা ঈদগা মাঠে এবছরের ঈদুল আযহা বা কুরবানীর নামাজ অনুষ্ঠিত হয় সোমবার সকাল ৭ টায়। প্রার্থনার এই মহৎ অনুষ্ঠানে এলাকার মানুষজন একত্রিত হয়ে তাদের ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। ঈদের এই পবিত্র মুহূর্তে ঈদগা মাঠ পরিণত হয় উচ্ছ্বাস ও আনন্দের কেন্দ্রবিন্দুতে। এখানে সকাল থেকেই জমায়েত হতে থাকেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সবার পরনে নতুন জামাকাপড়, মুখে হাসি এবং অন্তরে ঈদের আনন্দ। মাঠের পরিবেশ ছিলো অত্যন্ত উচ্ছ্বাসপূর্ণ এবং শান্তিপূর্ণ। ঈদের নামাজের পর আগে কান্তিরপা ঈদগা মাঠে দেয়া হয় বিশেষ খুৎবা এদিন খুতবা দেন শাইখ আতাউর রহমান মাদানী সাহেব। ইমাম সাহেব কুরবানির ত্যাগ ও এর মহত্ব নিয়ে আলোচনা করেন। এদিনের নামাজের অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। তাদের সমবেত প্রার্থনা ও আল্লাহর দরবারে বিনম্র নিবেদন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। নামাজের পর শুরু হয় কুরবানির প্রস্তুতি। স্থানীয় বাজারে পশু কেনাবেচা জমজমাট ছিলো। মানুষের মধ্যে ছিলো আনন্দ ও উৎসাহ। কুরবানি করা পশুর মাংস বিতরণ করা হয় দরিদ্রদের মধ্যে, যা এই পবিত্র দিনের প্রকৃত অর্থকে ফুটিয়ে তোলে।