Skip to content
করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে সেঁজুতির পথ নাটিকা দুবরাজপুরে

করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে সেঁজুতির পথ নাটিকা দুবরাজপুরে

 

করোনা অতিমারী প্রায় দেড় বছর ধরে গোটা পৃথিবীকে গ্রাস করেছে। যাঁর ফলে স্কুল, কলেজ বন্ধ রয়েছে। যদিও বা আমরা করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউ পার করে চলে এসেছি। সেই সময় আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। আবার ধেয়ে আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। তাই বীরভূম জেলার দুবরাজপুরের সেঁজুতী সংস্থার উদ্যোগে দুবরাজপুরের জনকল্যাণ সমিতির মাঠে করোনা সচেতনতার জন্য একটি পথ নাটিকা করা হয়। এই পথ নাটিকার নাম দেওয়া হয়েছে তৃতীয় ঢেউ। এই পথ নাটিকা দুবরাজপুর জনকল্যাণ সমিতি, থানা মোড়, পথিকৃৎ ময়দান এবং পাওয়ার হাউস মোড়ে অনুষ্ঠিত হয়। এই পথ নাটিকায় ১২ জন সদস্য এবং সদস্যা অংশ নেন। মুখে মাস্ক পরা এবং ভ্যাকসিন নেওয়া শরীরের পক্ষে যে কতটা কার্যকর তা এই পথ নাটিকার মাধ্যমে বোঝানো হয়েছে। পাশাপাশি করোনা অতিমারীর জন্য যে তৃতীয় ঢেউ আসতে চলেছে তার থেকে মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে সেটাই বোঝানো হয়েছে এই পথ নাটিকার মাধ্যমে বলে জানান সংস্থার সম্পাদিকা সুমনা চক্রবর্তী।

Leave a Reply

error: Content is protected !!