Skip to content
করোনা বিধিকে মাথায় রেখে মহরম উদযাপিত হচ্ছে মুর্শিদাবাদের   বহরমপুরে

করোনা বিধিকে মাথায় রেখে মহরম উদযাপিত হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে

সমস্ত রকম সরকারি নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মুসলিম সম্প্রদায়ের অন্যতম উৎসব মহরম পালিত হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে।অন্যদিকে মুর্শিদাবাদ অন্যান্য জেলার জুড়ে করোনা বিধীকে মান্যতা দিয়ে মহরম উদযাপন হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের প্রবিত্র মহরম পালন করছেন।

Leave a Reply

error: Content is protected !!