Reported by:- Binoy Roy
করোনার তৃতীয় ঢেউকে মোকাবিলা করার জন্য আগাম প্রস্তুতি নিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধিনে করোনা হাসপাতাল পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসক। এদিন হাসপাতালের সমস্ত এলাকা, অক্সিজেন প্ল্যান্ট সহ অন্যান্য বিভাগগুলি ঘুরে দেখেন। মঙ্গলবার বহরমপুর মাতৃসদন করোনা হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এম এস ভি পি অমিয় কুমার বেড়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকগন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল বলেন, তৃতীয় ঢেউয়ের জন্য আমরা সব রকমের ব্যবস্থা নিচ্ছি। সংক্রামন বেশি হলে যাতে দ্রুত মোকাবিলা করা যায় তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা।