কর্ণাটকে কংগ্রেস জয়ের পরেই ডোমকলে কংগ্রেসের বিজয় মিছিল। আবির খেলে বিজয় মিছিল করল কংগ্রেস নেতা কর্মীরা। ডোমকল ব্লক ও টাউন কংগ্রেসের উদ্যোগে এই মিছিল ঘুরল ডোমকল বাজার জুড়ে। আনন্দে মেতে উঠলেন কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা সভাপতি আব্দুর রহমান, ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম, সহ যুব কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মীরা।