উপস্থিত ছিলেন ADO শ্যামপুর 1 দীপাঞ্জনা রায়। বিভিন্ন সরকারি ব্যাঙ্কের প্রতিনিধিরা কী ভাবে সরকারি সাব সিটি যুক্ত লোন সহজেই নিতে পারবেন ছাত্র ছাত্রীরা, মূলধন নিয়ে নিজেদের কারখানা তৈরী করতে পারবেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পাবেন। আরো মানুষ দের কাজে নিযুক্ত করতে পারবেন , সরকারি পোর্টালে নিজেদের নথিভুক্ত করতে,উৎপাদিত পণ্য পরিবহন বিপনন ব্যাবস্থা। নিজের কারখানায় স্থাপন সহ বিভিন্ন প্রশ্নের উত্তরে নিয়ে এই সেমিনার সফল ভাবে শেষ হলো ।
একটি নতুন প্রজেক্ট করতে গিয়ে যে সমস্যা গুলির সম্মুখীন হন দর্শক আসন থেকে উঠে এলো একাধিক প্রশ্ন।প্রশ্নের উত্তর দিলেন উপস্থিত বিশেষজ্ঞবৃন্দ। হাতের কাছে এই সমস্যা সমাধানের উপায় গুলি পেয়ে সভাবতই খুশি এলাকায় কর্মহীন যুবক যুবতীরা।