Skip to content
কলকাতায় শুরু হয়েছে পঞ্চম পূর্বাঞ্চলীয় পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপ

কলকাতায় শুরু হয়েছে পঞ্চম পূর্বাঞ্চলীয় পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপ

Reported By:- News Desk

পঞ্চম পূর্বাঞ্চলীয় পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপের আসর বসেছে শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ে। আয়োজক পেনচাক সিলাট স্পোর্টস্ অ্যাসোসিয়েন বেঙ্গল। আজ অপরাহ্নে তিন দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গেল।

উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মৃদুল ব্যানার্জী ও দিলীপ পালিত, ইংলিশ চ্যানেল বিজয়ী অমৃতা দাস, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস, রাম মোহন কলেজের অধ্যক্ষা শাশ্বতী সান্যাল প্রমুখ।

'পেনচাক সিলাট স্পোর্টস্ অ্যাসোসিয়েশন বেঙ্গল' এর সভাপতি তপন ঘোষ জানিয়েছেন, পেনচাক সিলাট ইন্দোনেশিয়ার মার্শাল আর্ট। ক্রমশঃই এই খেলাটি এদেশে জনপ্রিয় হয়ে উঠছে। সেই সঙ্গে খেলোয়াড়দের জন্য বাড়ছে চাকরির সুযোগ।

পঞ্চম পূর্বাঞ্চলীয় পেনচাক সিলাট প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় - এই পাঁচটি রাজ্য থেকে প্রায় আড়াইশো প্রতিযোগী অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে ১০ মার্চ পর্যন্ত।

Leave a Reply

error: Content is protected !!