কলকাতার আইসিসিআরে ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ পুরস্কার প্রতিভাদের স্বীকৃতি,অভিনেতা শঙ্কর চক্রবর্তী

কলকাতার আইসিসিআরে ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ পুরস্কার প্রতিভাদের স্বীকৃতি,অভিনেতা শঙ্কর চক্রবর্তী

Reported By Mahatab Chowdhury

কলকাতা (২১ এপ্রিল ‘২৫) – গতকাল সন্ধ্যায় কলকাতার আইসিসিআর-এ আয়োজিত ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৯ জন প্রতিভাবান পুরুষকে নানা ক্ষেত্রে তাদের অসামান্য অবদান ও সাফল্যের জন্য সম্মানিত করা হয়।

এই অনুষ্ঠানে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা শঙ্কর চক্রবর্তী ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ পুরস্কার লাভ করেন। পুরস্কার গ্রহণের পর, তিনি তার কর্মজীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন, যা উপস্থিত শ্রোতা ও ভক্তদের আবেগে ভরিয়ে দেয়।

অনুষ্ঠানটি ছিল মানবাধিকার ও সংস্কৃতি সম্পর্কিত এক মিলনমেলা, যেখানে শিল্পী, লেখক ও সমাজকর্মীরা একত্রিত হন। এতে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী বুম্বা মুখার্জি, প্রখ্যাত বাউল শিল্পী পূর্ণদাস বাউল, মোটিভেশনাল স্পিকার সুজয় বিশ্বাস, পাঞ্চালি মুন্সী, রাজা, কল্যাণ সেন প্রমুখ।

এই অনুষ্ঠান শুধু সাফল্যের উদযাপন নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য একটি নতুন প্রেরণা হিসেবে কাজ করেছে। সংস্কৃতির উন্নয়ন ও মানবাধিকারের অগ্রগতিতে এই ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

error: Content is protected !!