Skip to content
কলকাতার গড়িয়া হাট থেকে গ্রেপ্তার হওয়া নীল বাতি লাগানো ভুয়ো সরকারি অফিসারের বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া তেলঘড়িয়া এলাকায়

কলকাতার গড়িয়া হাট থেকে গ্রেপ্তার হওয়া নীল বাতি লাগানো ভুয়ো সরকারি অফিসারের বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া তেলঘড়িয়া এলাকায়

দেবাঞ্জন দেবের পর আবারও কলকাতার গড়িয়া হাট থেকে গ্রেপ্তার হওয়া নীল বাতি লাগানো ভুয়ো সরকারি অফিসারের বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া তেলঘড়িয়া এলাকায়। গ্রেপ্তার হওয়া অফিসারের নাম সনাতন রায় চৌধুরী। বহরমপুরের খাগড়া এলাকার বাসিন্দা সনাতন রায় চৌধুরীর প্রতিবেশীরা এদিন জানিয়েছেন, তারা জানতেন সনাতন রায় চৌধুরী একজন ভালো উকিল। দীর্ঘদিন ধরে তারা খাগড়া এলাকা বসবাস করতেন। যদিও এখন তিনি কলকাতায় থাকতেন বলে তারা জানিয়েছেন। এখনো খাগড়া বাড়িতে সনাতন রায় চৌধুরীর আত্মীয়রা থাকেন।

Leave a Reply

error: Content is protected !!