Reported By Subhom Roy
কলকাতা (৮ ডিসেম্বর ‘২৪): ‘হিন্দু সৎকার সমিতি’-র পরিচালনায় গতকাল কলকাতার শ্রী শ্রী ভূতেশ্বর মন্দিরে ‘বাবা ভূতনাথের সান্নিধ্যে এক সন্ধ্যা’ নামে একজন বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মন্দিরের অভ্যন্তরে বিশেষ পূজা, আরতি, ভজন ও কীর্তনের আয়োজন করা হয়।
হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায় জানিয়েছেন, “অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল ধর্মীয় ঐক্য ও সংস্কৃতির পুনর্জাগরণ।” তিনি আরও জানান, “এ ধরনের অনুষ্ঠানগুলি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।”
এদিকে, সাধারণ সম্পাদক সন্দীপকুমার মুখার্জি জানিয়েছেন, “শিল্পীর মতো এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের হিন্দু ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। পুরাকালের এক অঘোরী সন্ন্যাসীর দ্বারা প্রতিষ্ঠিত ‘বাবা ভূতনাথ’-এর পুণ্যলিঙ্গের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সর্বহারানন্দ মহারাজ, কলকাতা পৌরনিগমের পৌরপ্রতিনিধি বিজয় উপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে দেয়।
এই ধর্মীয় অনুষ্ঠানের সফল পরিচালনার দায়িত্বে ছিলেন চন্দন ঘোষ ও অজয় পাল। বাবার সান্নিধ্যে অনুষ্ঠিত এই বিশেষ পূজা কলকাতার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় ভ্রাতৃত্ববোধকে পুনঃস্থাপন করেছে।