কলকাতায় ছাত্র সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বহরমপুর থেকে যাত্রা শুরু এসএফআইএর

কলকাতায় ছাত্র সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বহরমপুর থেকে যাত্রা শুরু এসএফআইএর

Reported By: News Disk

YouTube Link: https://youtu.be/GfRJWcWFyik

কলকাতায় ছাত্র সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বহরমপুর থেকে যাত্রা শুরু এসএফআইএর। শুক্রবার সকালে এস এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির মিছিল বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছায়। এস এফ আই এর পক্ষ জানানো হয় সারা বাংলা জুড়ে এসএফআই এর জাঠা অনুষ্ঠিত হয়েছে। আর সেই জাঠার সমাপ্তি দিবস। আর এই সমাপ্তি দিবসে কলকাতা এসএফআইয়ের সমাবেশ রয়েছে। সেই সমাবেশে অন্যান্য জেলার সাথে মুর্শিদাবাদ জেলার এসএফআইয়ের সদস্যরা যোগদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

Leave a Reply

error: Content is protected !!