আসন্ন আগামী ১৯শে ডিসেম্বর রবিবার কলকাতা পৌরসভা নির্বাচন। ঐ নির্বাচনে ৩৭নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমা চৌধুরী রাজাবাজারে একটি জনসভা এবং কর্মীসভার আয়োজন করেছিলেন।
এই জনসভায় তিনি বলেন গত ৫বছর আমি যা কাজ করেছি বা আপনাদের পাশে যেরকম ভাবে ছিলাম সেরকম ভাবেই থাকবো এবং আরো অনেক কাজ করব। তিনি আরো বলেন আমাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করুন যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। এই সভায় উপস্থিত ছিলেন তাপস রায়,পিয়াল চৌধুরী,শাকিল আনসারী,হামিদুর রহমান,মহম্মদ আলী আসাদ আনসারী, সাবির আহমেদ,ফেইজ আহমেদ,আখতার হোসেন, কাশিম,বিদ্যুৎ রায়,সঞ্জীব দাস, রাম সাজিস এছাড়াও আরো অনেকে।