আসন্ন আগামী ১৯শে ডিসেম্বর রবিবার কলকাতা পৌরসভা নির্বাচন। কেশব চন্দ্র সেন স্ট্রিট,পোদ্দার বিল্ডিংয়ের সামনে ৪০নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপর্ণা দত্ত এবং ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধনা বোসের যৌথ উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়ে গেল।
এই জনসভায় বলেন আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। এই সভায় উপস্থিত ছিলেন এম এল এ তাপস রায়,তপন ঘোষ,চিনু হাজরা, প্রবন্ধ রায়,পিয়াল চৌধুরী,বুল বুল সাউ, শান্তনু দত্ত,স্বর্ণালী মিশ্র,বিকাশ জয়সওয়াল ছাড়াও আরো অনেকে।