কলকাতা বিশ্ববিদ্যালয়ে জি এস টি ও ইনকাম ট্যাক্স নিয়ে সফল সেমিনার

কলকাতা বিশ্ববিদ্যালয়ে জি এস টি ও ইনকাম ট্যাক্স নিয়ে সফল সেমিনার

Reported By:- News Desk

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল জি এস টি ও ইনকাম ট্যাক্স সংক্রান্ত এক সারাদিনের সেমিনার। এই সেমিনারের আয়োজন করে কমার্শিয়াল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। সেমিনারের শুভ সূচনা করেন সভাপতি আইনজীবী শ্রী অলোক ঘোষ।সেমিনারের প্রথম বক্তা, বার কাউন্সিলের সদস্য ও সিটি বি এ’র প্রাক্তন সেক্রেটারি শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, প্রবীণ সদস্যদের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বর্তমান সেক্রেটারি শ্রী শক্তি পদ দে সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং অতিথিদের অভিনন্দন জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী শ্রী সজ্জন কুমার তুলসিয়ান এবং এন উই জে এস এর উপাচার্য শ্রী নির্মল কুমার চক্রবর্তী, যাঁরা প্রায় ৩৫০ জন ডেলিগেটের উদ্দেশ্যে তাঁদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন। সি জি এস টির পূর্বাঞ্চল বিভাগের চীফ কমিশনার শ্রী শাঁওন কুমার এবং এস জি এস টির কমিশনার শ্রী দেবী প্রসাদ কারানামও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যা উপস্থিত সকলের মন জয় করতে সক্ষম হয়।শ্রী রাজেশ মেহতা, যিনি ইন্দোর থেকে আগত বক্তা, ক্যাপিটাল গেইনস ট্যাক্স নিয়ে আলোচনা করেন এবং সেমিনারের দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। পরবর্তী বক্তা শ্রী বিমল জৈন, যিনি জি এস টির ওপর তাঁর সাবলীল বক্তৃতা দ্বারা উপস্থিত সকলকে মুগ্ধ করেন।মডারেটর হিসেবে আইনজীবী শ্রী অভ্র মজুমদার দায়িত্ব পালন করেন, এবং অনুষ্ঠানের শেষভাগে সি জি এস টির অ্যাডিশনাল কমিশনার শ্রী রাজীব শঙ্কর সেনগুপ্ত ও আইনজীবী শ্রী অরূপ দাশগুপ্ত জি এস টি নিয়ে আলোচনা করেন। সেমিনারটি আইনজীবী শ্রী সুমিত গুপ্তের পরিচালনায় সম্পন্ন হয়।সেমিনারের সফলতা অর্জনে সহ সভাপতি শ্রী বিশ্বনাথ সরকার ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সহকারী সম্পাদক শ্রী সুমিত বিশ্বাস বিভিন্ন সদস্যদের সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।

Leave a Reply

error: Content is protected !!